/anm-bengali/media/media_files/2025/06/18/WhatsApp Image 2025-06-18-f9ffe03c.jpeg)
নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তিক এলাকার বিচ্ছিন্ন একটি দ্বীপ হলো গঙ্গাসাগর। গঙ্গাসাগরে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে রাজ্য সরকারের হাত ধরে। গঙ্গাসাগরের দ্বীপ এলাকার বাসিন্দাদের চিকিৎসা ব্যবস্থার জন্য একমাত্র হাসপাতাল হল সাগর গ্রামীণ হাসপাতাল। গঙ্গাসাগরের প্রত্যন্ত দ্বীপের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন চিকিৎসা ব্যবস্থা কিংবা অস্ত্রোপচার করার জন্য নদী পেরিয়ে যেতে হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। মুড়িগঙ্গা নদী প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের কারণে রুদ্রমূর্তি ধারণ করে। এর ফলে নদী পার হওয়া কার্যত দুর্বিষহ হয়ে পড়ে। দ্বীপ এলাকার বাসিন্দারা গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের অস্ত্রোপচার করার জন্য আবেদন করে। সেই আবেদনে সাড়া দিয়ে সাগর গ্রামীণ হাসপাতালে সপ্তাহে ৩ দিন গর্ভবতী মায়েদের অস্ত্রোপচারে সুবিধা দেওয়া হবে এমনটাই জানানো হয়েছিল। কিন্তু সমস্যা একটাই, বাকি ৪ দিন কী হবে? চরম বিপাকের মধ্যে পড়বে রোগী ও রোগীর আত্মীয়রা। এর ফলে দ্বীপ এলাকার বাসিন্দারা স্বাস্থ্য দফতরের কাছে আবেদন করে শুধু ৩ দিন নয়, সপ্তাহের ৭ দিন সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য অস্ত্রোপচারের সুবিধা করে দেওয়ার জন্য। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দ্বীপ এলাকার মানুষদের এই আবেদনে সাড়া দিয়ে গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য সপ্তাহের ৭ দিন অস্ত্রোপচারের সুবিধা উপলব্ধ করা হলো। এর ফলে সাগরদ্বীপের বাসিন্দাদের নদী পেরিয়ে আর যেতে হবে না আর কাকদ্বীপে। এতে সময় যেমন বাঁচবে তেমনি দ্রুত চিকিৎসার সুবিধা পাবে সাগরদ্বীপের এলাকাবাসীরা। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই পরিষেবা চালু হতে খুশির হাওয়া সাগরদ্বীপের বাসিন্দাদের মধ্যে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/c8BkQIX9w5WDlLfOAbSY.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us