SIR নিয়ে মুখোমুখি রাজনীতি — “আমি দেখতে চাই টিএমসির কাছে কত গুলি আছে”, বললেন সুকান্ত মজুমদার

নির্বাচনী যাচাই (SIR) প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরোধিতার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের তীব্র মন্তব্যে চড়ছে রাজনৈতিক উত্তাপ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-18 12.47.05 PM

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনী যাচাই প্রক্রিয়া বা SIR (Special Intensive Revision) নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থানের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলায় (PIL) জানিয়েছে যে তারা সারা দেশে SIR কার্যক্রম চালাবে। কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, এর বিরোধিতা করছে।”

তিনি আরও যোগ করেন, “গণতন্ত্রে বিরোধিতা গ্রহণযোগ্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সদস্যরা যে রকম কটূ ও হুমকিমূলক ভাষা ব্যবহার করছেন, তা অনন্য। আমার প্রশ্ন হল, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত তীব্রভাবে SIR-এর বিরোধিতা করছেন? এর মানে কি এই নয় যে নকল নাম, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা অনুপ্রবেশকারীরাই তাঁর ভোটব্যাঙ্ক?”

Screenshot 2025-10-18 12.31.08 PM

তৃণমূলের নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, “দলের এমপি, এমএলএ-রা হুমকি দিচ্ছেন—রক্ত ঝরবে। আমি দেখতে চাই, টিএমসির কাছে কতগুলো গুলি আছে যা সুখান্ত মজুমদারের বুকে ঢুকতে পারে।”

সুকান্ত মজুমদার দাবি করেন, SIR-এর মাধ্যমে প্রকৃত ভোটারদের তথ্য যাচাই ও অনিয়ম রোধের উদ্যোগ নেওয়া হচ্ছে, অথচ বিরোধী দলগুলি তা ভুলভাবে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে। তাঁর কথায়, “এই কাজ দেশের গণতন্ত্রের শুদ্ধতার জন্য, কাউকে ভয় দেখানোর জন্য নয়।”