ভারতের মানচিত্রের মাঝখানে জাতীয় পতাকার স্থানে গ্লাসে প্রস্রাব ভরে চরম অবমাননা- ঝাড়গ্রামে গ্রেফতার ৪

ঝাড়গ্রামে জাতীয় পতাকা ও দেশের মানচিত্রের অবমাননা, গ্রেপ্তার ৪ যুবক।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-17 2.17.48 PM

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার স্বাধীনতা দিবসের দিন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা গ্রামে জাতীয় পতাকা ও ভারতের মানচিত্রের অবমাননার অভিযোগে গ্রেপ্তার হলেন চার যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় গ্রামবাসীরা স্বাধীনতা দিবস পালন উপলক্ষে জাতীয় পতাকার চারপাশে ভারতের মানচিত্র এঁকে স্থানটি সাজিয়ে তোলেন। অভিযোগ, এরপর পতাকা উত্তোলনের সময় দেখা যায় কে বা কারা মানচিত্রের মাঝখানে পতাকার স্থানটিতে গ্লাসে প্রস্রাব ভরে রেখে গেছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, মুর্শিদাবাদ জেলার চার যুবক এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত। শুক্রবার রাতেই নয়াগ্রাম থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতরা হল— গোলাপ শেখ (২৮), আলম শেখ (৩০), দু’জনেরই বাড়ি সন্তোষপুর। এসকে আবদুল আলিম (২৭), বাড়ি নুতনডিয়ার। আবু ফিদা (২১), বাড়ি ছহাইতানি। 

Screenshot 2025-08-17 2.16.47 PM

জানা গেছে, এরা সকলেই মুর্শিদাবাদ জেলা থেকে রাজমিস্ত্রির কাজের জন্য নয়াগ্রামে এসেছিল এবং আরও ছ’জন শ্রমিকের সঙ্গে ভাড়া ঘরে থাকছিল। পুলিশ সূত্রে খবর, বাকিদেরও নজরদারিতে রাখা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে তারা জাতীয় পতাকা ও মানচিত্রের অবমাননা করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ধৃত চারজনকে জাতীয় পতাকার অবমাননা সহ ভারতীয় দণ্ডবিধির ২৯২, ৩২৪(৪), ৩২৯(৩) ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে।