দিগ্বিজয় মাহালী, ডেবরা, সবং, পশ্চিম মেদিনীপুর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলায় তাপমাত্রা ১২ ডিগ্রী। সকাল থেকে পুনরায় শীতের অনুভূতি।
/anm-bengali/media/media_files/fJJjl1QEtlR3gRgcanLj.png)
ঠাণ্ডায় সকাল সকাল আগুন জ্বেলে গা গরম করে নিতে হচ্ছে মানুষকে। আবার শীতের পোষাক পরে বাইরে রেবোতে হচ্ছে সকলকে। অর্থাৎ আবহাওয়া দপ্তরের কথা মতো ঠাণ্ডা পড়তে শুরু করেছে।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)