/anm-bengali/media/media_files/25YEibJ5xMTDd4weRLtv.jpg)
নিজস্ব প্রতিবেদন : কার্যকর কান্ড নিয়ে আবারও মুখ খুললেন ভারতীয় জনতা পার্টির সাংসদ লকেট চ্যাটার্জি।
সন্দীপ ঘোষের গ্রেফতার প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেছেন, "সন্দীপ ঘোষ এত বছর ধরে এত বড় দুর্নীতির র্যাকেটে জড়িত। আজ যখন পশ্চিমবঙ্গের মানুষ এবং জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে এসেছে, চাপ তৈরি হয়েছে এবং সিবিআই শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ কে গ্রেফতার করেছে। আমরা সবাই চাই এরকম ধরনের লোকেরা ধরা পড়ুক এবং তাদের বরখাস্ত করা হোক"
এরপর বাংলার বন্যা পরিস্থিতি এবং কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে লকেট চ্যাটার্জি বলেছেন, "আমরা গত ১৩ বছর ধরে শুনে আসছি যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের প্রতি অবিচার করেছে। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী করেছে? আমরা দেখেছি প্রত্যেক বছর আগস্ট সেপ্টেম্বর মাসে এমনটা ঘটে। এর জন্য মমতা ব্যানার্জি এই পরিস্থিতি উন্নয়নের জন্য কোন কাজ করেননি, জল নিষ্কাশনের ব্যবস্থা করেননি। এর আগে ঝাড়খন্ডে বিজেপি সরকার ছিল, তখন তিনি বারবার বিজেপির দিকে আঙ্গুল তুলতেন। কিন্তু এখন ঝাড়খন্ডে বিজেপি সরকার নেই। তাই মমতা ব্যানার্জি ডাইরেক্ট বিজেপির দোষ দিতে পারছেন না। সেজন্য বারবার বলছে ডিভিসি ইচ্ছে করে জল ছেড়েছে।
#WATCH | West Bengal | BJP leader Locket Chatterjee says, "Sandip Ghosh has been involved in such a big corruption racket for the last so many years... Today when the people of West Bengal and the junior doctors have come out on the streets, the pressure was created and CBI… pic.twitter.com/4DykGiqIwq
— ANI (@ANI) September 19, 2024