বিস্ফোরণ- সুকান্ত মজুমদার- এই মুহূর্তের বড় খবর

সুকান্ত মজুমদার কি বললেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: মাধবপুর এলাকায় ঘটা একটি শক্তিশালী বিস্ফোরণ নিয়ে এবার ট্যুইট করলেন সুকান্ত মজুমদার। 

sukanta

তিনি বলেছেন, "আজ সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত ওয়ার্ড নং ১০-এর মাধবপুর এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে।

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, কাউকে ভিতরে ঢুকতে বা বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। পুলিশের দাবি, বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত নিষিদ্ধ বাজি সেখানে সংরক্ষিত ছিল।

কিন্তু স্থানীয়দের দাবি, বিস্ফোরণটি থানার সন্নিকটে একটি শৌচাগারে ঘটেছে। প্রশ্ন উঠছে—কেন শৌচাগারে বাজি রাখা হবে? কেন পুলিশ প্রকৃত সত্য সামনে আসতে দিচ্ছে না?

স্থানীয়দের আরও দাবি, প্রায় পুরো পুলিশ স্টেশনটি পুড়ে ছাই হয়ে গেছে। যদিও পুলিশের বক্তব্য, কেউ আহত হয়নি—আশা করা যায়, তা-ই সত্যি। কিন্তু পুলিশের বক্তব্য ও স্থানীয়দের দাবি একেবারে ভিন্ন। ধরুন, পুলিশের দাবি অনুযায়ী ঘটনাটি সত্যি, তবুও প্রশ্ন থেকেই যায়—বর্ষার ভেজা সন্ধ্যায় এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটলো কীভাবে?"

সুকান্ত মজুমদারের এই ট্যুইট ঘিরে চর্চা শুরু হয়েছে।