বরযাত্রী বনাম তৃতীয় লিঙ্গের মানুষ! ধুন্ধুমার কাণ্ড

তুমুল উত্তেজনা ছড়ায় খড়গপুরের চৌরঙ্গী এলাকায়। বর যাত্রীর বাসের কাছে ৫০০০ টাকা দাবি করে তৃতীয় লিঙ্গের মানুষরা। সেই দাবি মতো টাকা না দিলে বচসায় জড়িয়ে পড়ে দুপক্ষ।

author-image
Pallabi Sanyal
New Update
ert

নিজস্ব প্রতিনিধি, খড়গপুরে : বর যাত্রীর বাসের কাছে ৫০০০ টাকা দাবি করে তৃতীয় লিঙ্গের মানুষরা। সেই দাবি মতো টাকা না দিলে বচসায় জড়িয়ে পড়ে দুপক্ষ। বরযাত্রীদের বিরুদ্ধে তৃতীয় লিঙ্গের মানুষদের মারধরের অভিযোগ উঠেছে। এ নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় খড়গপুরের চৌরঙ্গী এলাকায়। বাসে ব্যাপক ভাংচুর চালায় তৃতীয় লিঙ্গের মানুষরা। তখন বাসের ভিতরে বসেছিল নীত বর থেকে  বড়রাও। ঘটনায় ১০ জন আহত হয় বরযাত্রীদের। আহতদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ পুলিশের সামনেই চলে এই তান্ডব। এরপরে খড়গপুর গ্রামীণ থানার বিশাল পুলিশ বাহিনী এসে ছত্র ভঙ্গ করে তৃতীয় লিঙ্গের মানুষদের।  বিষ্ণুপুর থেকে খড়গপুরের সদতপুরে বরযাত্রীরা এসেছিল। আর সেই বাসে রাস্তায় দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা দাবি করে তৃতীয় লিঙ্গের মানুষরা। দাবি মতো টাকা না দিয়ে বরযাত্রীরা  হাজার টাকা দিলে তখনই বাধে বচসা, এরপর ভাংচুর করা হয় বাসে।