চোলাই মদের ভাটিতে অভিযান আবগারি দফতরের

সাফল্য পেল কি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-26 at 6.01.23 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : চোলাই মদের ভাটিতে অভিযান আবগারি দফতরের। নষ্ট করা হল বিষ মদসহ শতাধিক লিটার বিষ মদ তৈরীর কাঁচামাল। বাজেয়াপ্ত করা হয়েছে বিষ মদ তৈরীর সরঞ্জাম।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মিদ্যাপুকুর, দন্দিপুর, দলপতি পুর সহ একাধিক জায়গায় অভিযান চালাল আবগারি দফতর। চোলাই মদের ভাটিতে অভিযান চালিয়ে নষ্ট করা হয়েছে বিষ মদসহ মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম। আবগারি দফতরের দাবি বিষ মদ বন্ধে প্রতিনিয়ত তারা একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে। আগামী দিনগুলিতেও চলবে অভিযান।

Screenshot 2025-06-26 170408

diguadnew