/anm-bengali/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-456-pm-2025-08-17-16-10-16.png)
নিজস্ব প্রতিনিধি: বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া, মোল্লাডাঙ্গা, চারঘাট, সালুয়া, রসুল, বারঘড়িয়া, ঘোড়াগাছা সহ একাধিক গ্রামের চাষের জমি জলের তলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পাট, ধান, উচ্ছে,পটল, বরবটি, ঝিঙে, পুঁইশাক, ওল, কিসকিন্দে,কুদরী, কাকরোল, কাঁচকলা, পেঁপে, কাঁচা লঙ্কা, ঢেঁড়স ও মাছ। টানা বর্ষণের ফলে যমুনা, পদ্মা, ইছামতি নদীর দুকুল ছাপিয়ে জল ঢুকে পড়ে গ্রামের মধ্যে একদিকে স্তব্ধ হয়েছে জনজীবন, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ও কৃষি চাষে। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে স্বরুপনগর ব্লককে বলা হয় কৃষি ভান্ডার। এই ব্লকের হাজার হাজার একর যেমন রয়েছে সজ্বী চাষের জমি অন্যদিকে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ চাষের ভেরি ও পুকুর। অতিরিক্ত জলের কারণে সজ্বী ফসলের গোড়ায় জমে রয়েছে জল, তা থেকে গাছের গোড়ায় পচন ধরে আস্তে আস্তে গাছ শুকাতে শুরু হয়েছে। বাজারে সজ্বী অমিল হতে দেখা দিতে শুরু করেছে। পাশাপাশি বল্লির বিল সহ স্বরুপ নগরের একাধিক গ্রামে রয়েছে ছটো-বড় মিলিয়ে ৩৮ টি ভেরি, রয়েছে শয়ে শয়ে পুকুর। সেখানে অত্যাধিক পরিমাণে জল ঢুকে পড়ার কারণে পুকুর ও মাছের ভেরি থেকে মাছ বেরিয়ে বিভিন্ন নদী-নালায় ঢুকে পড়েছে সব মিলিয়ে চাষীকূল মহা বিপদে। বেশিরভাগ চাষীরা চড়া সুদে বাজার থেকে ঋণ নিয়ে সজ্বী থেকে মাছ চাষ করেছিল লাভের আশায়। সেই আশায় একেবারেই জল ঢেলে দিল শ্রাবণ মাস। কৃষকরা বলছেন, "প্রতি বছর জলের তলায় চলে যায় ফসলের জমি, বারবার প্রশাসনকে জানিয়েও কোন সূরাহ মেলেনি। সরকারি সাহায্য সেই ভাবে পাওয়া যায় না।
/anm-bengali/media/post_attachments/fcb83e54-c25.png)
তাই কিভাবে চাষিকূল বেঁচে থাকবে তা নিয়ে উঠছে প্রশ্ন। একজন মৎস্য চাষি বলেন' আমাদের জলকারে প্রচুর মাছ ছিল, সব মাছ বেরিয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লক্ষ টাকা। কিভাবে তিনি আবার নতুন করে চাষ করবেন তা ভেবে পাচ্ছেন না। আরো একজন সজ্বী চাষী বলেন, আমি সাত বিঘা জমি সজ্বী ফসল বানিয়েছিলাম। ঠিক ঘরে তোলার সময় সমস্ত ফসল জলের কারণে নষ্ট হয়ে গেছে। আমি চড়া সুদে বাজার থেকে ঋণ নিয়ে চাষ করেছিলাম। এখন সেই টাকা মহাজনকে কিভাবে শোধ করবো। তাই সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিক তা না হলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে তিনি জানান। পুরো বিষয়টি স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়কে জানানো হলে তিনি পুরোটাই স্বীকার করে নিয়ে বলেন, ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সজ্বী ও মাছ চাষে। তাই সমস্ত চাষী ভাইদের উদ্দেশ্যে তিনি জানান আগামী সপ্তাহ থেকে ব্লকের প্রতিটি অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করা হবে। সমস্ত চাষী ভাইদের সমস্যার সমাধান ওই ক্যাম্প থেকে সুরাহা করা হবে। তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ সরকার সর্বদাই কৃষকের পাশে ছিল এবং থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us