New Update
/anm-bengali/media/media_files/MrIyqwTEXKFQuFfeld6H.jpeg)
মেদিনীপুর: সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষার পর পরীক্ষা বাতিলের নোটিশ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শুক্রবার ছিল ইউজি ষষ্ঠ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় ধার্য থাকলেও বিভিন্ন কলেজে সেই পরীক্ষা বাতিলের নোটিশ পরীক্ষার পর পাঠানো হয় বলেই অভিযোগ। পরীক্ষায় বসে যাওয়ার পরে নোটিশ পেয়েছে কলেজ কর্তৃপক্ষ, জানালেন মেদিনীপুর কৈবল্য দায়িনী কলেজ অফ কমার্সের প্রিন্সিপাল ড: দুলাল চন্দ্র দাস। তিনি বলেন যে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে নোটিশ পেয়েছেন তাই যারা পরীক্ষায় বসেছিল তারা আজ পরীক্ষা দিয়ে গেছে কিন্তু পরবর্তী পরীক্ষার ডেট জানানো হয়েছে আগামী ১৫ তারিখ। ফলে আগামী ১৫ তারিখ আরো একবার পরীক্ষা দিতে হবে এই সমস্ত ছাত্র-ছাত্রীদের।