New Update
/anm-bengali/media/media_files/7BabHlxRDN9nZACwjMTO.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সকাল থেকে অ্যাকশন মুডে ধরা দিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোট শুরু হওয়ার আগেই ভোর সাড়ে ৫টা থেকেই বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর অন্যায় দেখলেই নিজের পুরনো ভূমিকায় ধরা দিচ্ছেন তিনি। তবে এবার সেই ব্যক্তির কপালেও জুটলো ‘চোর’ স্লোগান।
/anm-bengali/media/media_files/OvtI6F91Dn8vU4KiHvvO.jpeg)
যা জানা যাচ্ছে, এদিন তমলুকের বিজেপি প্রার্থী হলদিয়ার ১৭ নম্বর ওয়ার্ডে দিঘাসিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন। তাঁর কাছে অভিযোগ ছিল, সেখানে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। সেই বিষয়েই খোঁজ নিতে গিয়েই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগান। ‘চাকরি খেয়েছে তিনি চোর’, এমনটাই এদিন শোনেন প্রাক্তন বিচারপতি। তবে এই বিষয়কে বেশি গুরুত্ব দিতে রাজি নন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/4fsqhXr6mNhOxYsnOdUd.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us