রেল স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ নোটিশ! সমস্যা সমাধানের আশ্বাস জুন মালিয়ার

কি বললেন নেত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-19 at 1.23.08 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: অমৃত ভারত প্রকল্পে মেদিনীপুর স্টেশনকে ঢেলে সাজানোর জন্য মেদিনীপুর শহরের ভূঁইয়াপাড়া এলাকায় রেলের জমিতে দীর্ঘদিন ধরে বাস করা বাসিন্দাদের দিন সাতেক আগেই উচ্ছেদ নোটিশ দিয়েছে রেল। ঘুম উড়েছে এলাকাবাসীর। 

এই পরিস্থিতিতে সাংসদ জুন মালিয়ার সাথে দেখা করে সমস্যা সমাধানের দাবি করলেন এলাকাবাসীরা। শনিবার রাতে মেদিনীপুর সার্কিট হাউসে জুন মালিয়ার সাথে দেখা করেন তারা ও তার হাতে তুলে দেন দাবি সম্বলিত পত্র। গোটা বিষয় নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলার পর জুন মালিয়া জানিয়েছেন যে এলাকাবাসীর দাবি নিয়ে রেল মন্ত্রীকে চিঠি দেবেন তিনি। যাতে মানুষগুলোর সমস্যার সমাধান হয় সে বিষয়ে উদ্যোগী হবেন তিনি। উল্লেখ্য, এই ভূঁইয়াপাড়া এলাকায় রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছে প্রায় এক হাজারেরও বেশি পরিবার। এর আগেই পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে তারা। আদৌ কি তাদের সমস্যা মিটবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।

june1

digad