দাউ দাউ করে জ্বলে গেল সবকিছু, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দাউ দাউ করে জ্বলে গেল সবকিছু, ডেবরা ব্লকের ঘটনা।

author-image
Aniket
New Update
c

নিউজ ডেস্ক, ডেবরা: দাউ দাউ করে জ্বলছে কাপড়ের দোকান, মুহুর্তের মধ্যেই পুড়ে ছাই পুরো দোকান।

c

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নং মলিহাটি গ্রাম পঞ্চায়েতের মলিহাটি চৌরাস্তা এলাকায়। মধ্যরাতে হঠাৎ করেই আগুন লাগে দোকানে। ঘটনাস্থলে উপস্থিত হয় ডেবরা থানার পুলিশ ও দমকল।

c

কিন্তু তার আগেই সব শেষ। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Add 1

Fire | Debra | paschim medinipur | malihati