‘মুরগিও লজ্জা পায়’- রাজ্যের হাসপাতালের খাবারের বিরুদ্ধে এবার রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা- মুহূর্তে শোরগোল

কি বললেন বীরবাহা হাঁসদা?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
New Project (2)

নিজস্ব প্রতিনিধি: রোগীদের রাতের খাবারের ছবি পোস্ট করলেন রাজ্যের বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। কটাক্ষ করে লিখলেন ‘মুরগিও লজ্জা পায়’।

cbb7829b-a0e9-4c9c-9dca-8c03e4687f91

সাধারণ কারও মন্তব্য হলে তা নিয়ে হয়তো বিশেষ হইচই হতো না। কিন্তু, কমেন্ট করেছেন ঝাড়গ্রাম শহরের তৃণমূল বিধায়িকা, রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। ফলে রাজ্যের মন্ত্রীর করা রাজ্যেরই সরকারি হাসপাতালের খাবার নিয়ে এই পোস্ট জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। প্রথমত, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের খাবারের মান নিয়ে অভিযোগ বহুদিনের। সেই চিত্রটা যে এখনও বদলায়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মন্ত্রী। কিন্তু, তিনি নিজেই তো সরকারের অংশ। তা হলে সরকারি হাসপাতালের এই দুরাবস্থার চিত্রটা জনসমক্ষে কেন তুলে ধরলেন? শুক্রবার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওই ছবি পোস্ট করে বীরবাহা আরও লিখেছেন, ‘যেখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা ক্যান্টিন থেকে ৫ টাকায় পেটভর্তি ডিম–ভাত সবাই পায়, সেখানে হাসপাতালে এই রকম খাবার পাচ্ছে গরীব মানুষগুলো, সত্যিই খারাপ লাগে।’

6423d020-e7ff-4141-b6e5-6a514bd7ff8a

মন্ত্রীর এহনো স্ট্যাটাস এর পরেই গর্জে উঠেছে বিরোধীরা। জেলা হাসপাতালের পরিষেবা ও খাদ্যের গুণগত মান নিয়ে একাধিকবার স্বাস্থ্য দফতরের কাছে চিঠি দিয়েছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা। জঙ্গলমহল স্বরাজ মোর্চার সভাপতি অশোক মাহাত বলেন, "আমরা জে প্রতিবাদ করে আসছি সেই প্রতিবাদ খোদ মন্ত্রী করছেন। কিন্তু আমাদের বক্তব্য স্ট্যাটাসে কেনও? রাস্তায় নেমে প্রতিবাদ হোক আমরাও সঙ্গে আছি"। অপরদিকে বিজেপির সহ সভাপতি দেবাশীষ কুন্ডু বলেন, "উনিও একসময় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, তখনো খাবারের গুণগত মান খারাপ ছিল তখন কেন কিছু বলেননি? এখন উনি চেয়ারম্যান পদে নেই সে জন্যই কি এখন উনি মুখ খুলেছেন গোষ্ঠী কোন্দলের জেরে?" তবে এই বিষয়কে কেন্দ্র করে চর্চা তুঙ্গে উঠেছে।