Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/DELK6VzuPXx27wSpitVr.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ভোটে জিতেও যেন শান্তি নেই। জয়ের পরেও তৃণমূল প্রার্থীর বাড়িকে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো নদিয়ায়। ভোট পরবর্তী হিংসার আগুনে জ্বলছে ধানতলা। রানাঘাট ২ নম্বর ব্লকের রঘুনাথপুর-হিজুলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১১৭ নম্বর বুথে জয়ী হন তৃণমূল প্রার্থী মলয় দাস। তার বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ রাতের অন্ধকারে। অভিযুক্ত নির্দল প্রার্থীর অনুগামীরা।দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি ঘর ও মোটরবাইক ভস্মীভূত। ভোটে হেরেই এমন কাণ্ড ঘটিয়েছে নির্দল প্রার্থীর অনুগামীরা, দাবি তৃণমূলের। এদিকে নির্দল প্রার্থীর পাল্টা দাবি, আদালত তার রিকাউন্টিংয়ের আবেদনে সাড়া দিয়েছে বলেই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us