নমিনেশনে এসকর্ট! নজিরবিহীন নির্দেশ আদালতের

মনোনয়নে বাধা পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। এবার সেই মামলায় নজিরবিহীন নির্দেশ দিল আদালত।

author-image
Pallabi Sanyal
New Update
nm bv

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মনোনয়নের জন্য এসকর্ট দিতে হবে কলকাতা পুলিশকে! নজির বিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। 

প্রসঙ্গত, মনোনয়নে বাধা দানের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী বাম ও বিজেপি। বৃহস্পতিবার হল মামলার শুনানি।  মামলাটি ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। কলকাতা পুলিশকে এসকর্ট দিয়ে হাইকোর্টে হাজির থাকা বিরোধী প্রার্থীদের এখনই মনোনয়ন জমার জন্য গন্তব্যে নিয়ে যেতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি মান্থা। হাইকোর্টে আগত বিরোধী প্রার্থীদের বসিরহাট, ক্যানিং, ভাঙড়, কাশীপুরে পৌঁছে দিতে কলকাতা পুলিশকে সুরক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী প্রার্থীদের সময়ে মনোনয়ন কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে বলা হয়েছে। ধোপে টিকল না রাজ্যের কোনো আপত্তি।

উল্লেখ্য, মনোনয়নকে ঘিরে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এবং ক্যানিংয়ের পাশাপাশি বসিরহাটে যে অভিযোগ এনেছিল বিরোধীরা সেই বিষয়টিকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বাম এবং বিজেপি। সেই মামলায় কার্যত নজিরবিহীন নির্দেশ দিল আদালত।