ভয়াবহ পদ্মার ভাঙন! জমি, গাছপালা, রাস্তা ও বহু বাড়ি নদীতে বিলীন

কোথায় দেখা দিল এই ভাঙন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-24 at 3.18.41 PM

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: আবারও ভয়াবহ পদ্মার ভাঙন লালগোলার তারানগরে। গতকাল রাতে প্রায় ১৩ টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়।এর ফলে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। তাড়াতাড়ি বাড়ির কিছু আসবাবপত্র, ইট খুলে নেয় স্থানীয়রা। অনেকে প্রাণভয়ে অন্যত্র চলে যায়। সারারাত ধরে একপ্রকার বিনিদ্র রাত কাটায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে লালগোলার তারানগরে পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে। এই বছর তা আরো ভয়াবহ রুপ ধারণ করেছে। বিঘের পর বিঘে জমি, গাছপালা, রাস্তা ও বহু বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে।

Screenshot 2025-09-24 151628