New Update
/anm-bengali/media/media_files/2025/06/03/j27dPjwX5wZA7OyGcuoB.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের বামুন্দা গ্রামে হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে একেবারে লন্ড ভন্ড সব। ব্যপক ক্ষয়ক্ষতির সম্মুখীন পুরো গ্রাম। মঙ্গলবার বিকেলে হঠাৎ কালো মেঘে ঢাকল আকাশ। এর পরেই শুরু হল দমকা হাওয়া ও বৃষ্টি। ভেঙে পড়ল একের পর এক ছোট-বড় গাছ।
দশ মিনিট ধরে বইতে থাকে হাওয়া। এর কারণে ওই গ্রামের বিভিন্ন এলাকায় অনেক বসত বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে। বহু মানুষের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট ও বিদ্যুতের খুঁটিও। প্রাণহানির কোনো প্রকার ঘটনা না ঘটলেও হঠাৎ এই ঝড়ের কারণে আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ। রাস্তার ওপর বড় বড় গাছ পড়ে থাকায় যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/05/05/Ufadah1Lvcad4hck5iW7.jpeg)
/anm-bengali/media/media_files/5fJ6SM8GrBWiaj7oOoNJ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us