New Update
/anm-bengali/media/media_files/2025/09/28/screenshot-2025-09-28-130-pm-2025-09-28-13-32-39.png)
নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো। আজ মহাষষ্ঠী, শুরু হয়ে গিয়েছে দেবী বোধন পর্ব। মানুষের ঢল নামছে বিভিন্ন ক্লাবের পুজো দেখার জন্য। এতদিন কলকাতায় থিম পুজোর চলন বেশি লক্ষ্যণীয় হলেও বর্তমানে সাবেকি আনার পাশাপাশি বাংলার বিভিন্ন জেলার ক্লাবগুলিও থিম প্যান্ডেলের দিকে ঝুঁকছে।
/anm-bengali/media/post_attachments/b8a301a3-2a0.png)
তেমনই এবার অভিনব ভাবনা নিয়ে হাজির হয়েছে খড়গপুরের সংঘশ্রী ক্লাব। ৪৭ তম বর্ষে তাদের এবছরের থিম সবুজায়ন। প্রায় ৮ লক্ষ টাকা বাজেটে এই প্যান্ডেল সাজিয়ে তুলেছে এই ক্লাব। এবারের পুজোয় সাধারণ মানুষের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই প্যান্ডেল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us