/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ ইংরেজবাজারের একটি বাজির দোকানে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার সাড়ে ৩ ঘন্টা পার হয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। আগুন আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আতঙ্কের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। তবে জানা যাচ্ছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন দমকল কর্মী।