ফাঁপা প্রতিশ্রুতি! বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে তৃণমূল

লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততোই বাড়ছে তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষ। ফের উঠলো বঞ্চনার অভিযোগ। ব্যাপক বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ফাঁপা প্রতিশ্রুতি! লোকসভা নির্বাচনের আগে ফের বিজেপির বিরুদ্ধে পথে তৃণমূল কংগ্রেস। এবারের অভিযোগ,সাত বছর পেরিয়ে গেলেও বীরভূমে এখনো নির্মিত হয়নি হাটজান বাজার ফ্লাইওভার। মাঝপথে নির্মাণকাজ বন্ধ রয়েছে। তারই প্রতিবাদে সিউড়িতে বিক্ষোভ অবস্থানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উপস্থিত রয়েছেন সাংসদ শতাব্দী রায়।

বিজেপিকে নিশানা করে পর পর দুটি পোস্ট করেছে তৃণমূল। আরেকটি পোস্টে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে,  ''বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটাতে হবে! MGNREGA এবং Awas Yojna-এর অধীনে বাংলার জন্য তাদের অন্যায়ভাবে তহবিল আটকে রাখা অনেক কষ্ট ও বঞ্চনার কারণ হয়েছে। জনগণের অধিকারের জন্য আমরা লড়াই করার সংকল্পবদ্ধ, আমরা  দিল্লির ক্ষমতার করিডোরে তাদের নিয়ে যাব এবং ন্যায়বিচার না হওয়া পর্যন্ত অবিচল থাকব।''