জরুরী বিভাগ ভাঙচুর করে চিকিৎসক আর হাসপাতালের কর্মীদের মারধর

কোথায় এই ঝামেলা হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-02 at 1.42.24 PM

হরি ঘোষ, দুর্গাপুর: জরুরী বিভাগ ভাঙচুর করে চিকিৎসক আর হাসপাতালের কর্মীদের মারধরের চেষ্টা। বাধা দিতে গেলে ফেসিলিটি ম্যানেজারকে মারধরের অভিযোগ। 

রবিবার রাতে উত্তেজনা ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে হাজির হয় নিউ টাউনশিপ থানার পুলিশ। এখনও পড়ে রয়েছে একটি বাইক। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার মোহন মুর্মুর অভিযোগ, রবিবার রাতে ১ জনের হাতে চোট নিয়ে ১৫ থেকে ১৭ জন হাসপাতালে আসে। জরুরী বিভাগে চিকিৎসার পর ওয়ার্ডে যেতে বলা হয়েছিল। আহত যুবকের সাথে ২-৩ জনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু ১৫ থেকে ১৭ জন মিলে ওয়ার্ডে যেতে চায়। সেই অনুমতি না দিলে হাসপাতালের কর্মীদের সাথে নাকি ঝামেলা শুরু করে। জরুরী বিভাগে কর্মরত কর্মীদের ওপর হামলা চালাতে যায় তারা। ফেসিলিটি ম্যানেজার বাধা দিতে গেলে ফেসিলিটি ম্যানেজারের হাতে ঘুষি মারার অভিযোগ। ফেসিলিটি ম্যানেজারের হাতের আঙ্গুলে নাকি চোট লেগেছে। তারপরেই জরুরী বিভাগের দরজায় ভাঙচুর চালানো হয়। কিছুক্ষণ পরে পুলিশ এসে অভিযুক্তদের নিয়ে যায়। ফেসিলিটি ম্যানেজারের দাবি রাতে এরকম হলে খুব ভয়ের ব্যাপার। তারা চাইছেন পুলিশের নজরদারি আরো জোরদার করা হোক।

mohan