নিজস্ব সংবাদদাতাঃ এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে এল এসএসসির পাঠানো ইমেল।
দিন কয়েক আগেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ২৫৭৫৩ জনের চাকরি বরখাস্ত করা হয়েছে। তবু যোগ্য অযোগ্য মিলিয়ে প্রায় সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে।
/anm-bengali/media/media_files/8geh9Ug5XoBxocrUyejW.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, এসএসসি'র সার্ভার থেকে অযোগ্যদের নথি উদ্ধার করা হয়েছে। এই নথিগুলি থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে সিবিআই আধিকারিকরা জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)