গুড়ের গন্ধে দোকান ভেঙে খাদ্যের সন্ধানে জঙ্গলমহলের দলছুট হাতি

জঙ্গলমহলের গ্রামগুলোতে খাদ্যের অভাবে রাতের অন্ধকারে ঢুকে পড়ছে দলছুট হাতির দল। গুড়ের গন্ধে দোকান ভেঙে খাদ্য খেয়ে ব্যাপক ক্ষতি।

author-image
Debapriya Sarkar
New Update
Anm

নিজস্ব সংবাদদাতা : জঙ্গলমহলের গ্রামগুলোতে খাদ্যের অভাব বাড়তে থাকায় গৃহস্থের বাড়ি ও দোকানে হানা দিচ্ছে দলছুট হাতির দল। জমিতে পর্যাপ্ত খাবার না পাওয়ায় রাতে গ্রামে ঢুকে পড়ে হাতিরা। এক্ষেত্রে গোয়ালতোড় রেঞ্জের বেলবনির চোক এলাকায় রবিবার ভোরে দুটি দলছুট হাতি একটি দোকান ভেঙে ভেতরে রাখা গুড়, চাল, ছোলা-মটর খেয়ে ব্যাপক ক্ষতি করেছে।

elephant

দোকানের মালিক নিরবপল মাহাত জানিয়েছেন, গুড়ের গন্ধে আকৃষ্ট হয়ে হাতিরা দোকানে ঢুকে খাদ্যদ্রব্য ভক্ষণ ও নষ্ট করেছে। গোয়ালতোড় রেঞ্জের আধিকারিক চন্দন মণ্ডলও এই ঘটনা নিশ্চিত করে বলেছেন, “দুটি হাতি দোকান ভেঙে খাদ্যদ্রব্য খেয়ে নষ্ট করেছে। হাতিগুলো মোহনপুরের দিকে চলে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে।”

বনদপ্তরে দীর্ঘদিন ধরে দলছুট হাতির কারণে বাড়ছে উদ্বেগ। খাবারের খোঁজে গ্রামে হাতির হানা ও মানুষের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে। বনদপ্তর চেষ্টা করছে হাতিগুলোকে অন্যত্র সরিয়ে দিতে, কিন্তু খাবারের অভাব থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।