“হিংসা বরদাস্ত নয়, আইন নিজের হাতে তুলবেন না” – ওয়াকফ অশান্তিতে কড়া বার্তা DGP-র

ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ। অশান্তি রুখতে কড়া বার্তা দিলেন রাজ্যের DGP-র। বললেন, “গুন্ডামি বরদাস্ত নয়, আইন নিজের হাতে নেবেন না।”

author-image
Debapriya Sarkar
New Update
Rajeev kumar

নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ ইস্যুতে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। জেলার একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তা ঠেকাতে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন রাজ্যের DGP (ডিরেক্টর জেনারেল অব পুলিশ)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— "যারা গুন্ডামি করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনও হিংসা বরদাস্ত করা হবে না, কড়া পদক্ষেপ নেওয়া হবে। কেউ যেন আইন নিজের হাতে না নেন।" তিনি আরও বলেন, "মানুষকে বাস্তব পরিস্থিতিটা বুঝতে হবে। শান্তি বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি।"

Samserganj

উল্লেখ্য, ওয়াকফ বোর্ড ঘিরে রাজ্যজুড়ে নানা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের কাছে। পুলিশ ইতিমধ্যেই জেলার বিভিন্ন অংশে নজরদারি বাড়িয়েছে। অশান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি পুলিশের।