ফের হাতির তাণ্ডব, এক হাতির হানায় ভাঙল ৩৮ টি বাড়ি

রীতিমতো আতঙ্কে রয়েছে মানুষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-24 at 6.47.08 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মাঝে কিছুদিন ছিল বিরতি। ফের গোয়ালতোড়ে শুরু হয়ে গেল হাতির তাণ্ডব। ওই একই হাতির তাণ্ডবে অতিষ্ঠ ছিল চাঁদড়া ও পিড়াকাটা রেঞ্জ। এর আগেও গোয়ালতোড়ে ১২ টি বাড়ি ভাঙচুর করেছিল হাতি। সোমবার রাতে আবার তাণ্ডব চালাল। গোয়ালতোড় রেঞ্জের বীরভানপুর, পশ্চিম কলাইমুড়ি এলাকায় ৩ টি বাড়ি ভেঙে ফেলে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাত বারোটার পর হাতিটি গ্রামে প্রবেশ করে। হাতিটি রাস্তায় চলতে চলতে ভেঙে ফেলছে বাড়িগুলি। একইভাবে তাণ্ডব চালিয়েছিল মেদিনীপুর সদরের চাঁদড়া ও শালবনির পিড়াকাটা রেঞ্জ এলাকায়। ৪ দিনে ওই দুটি এলাকায় ২৩ টি বাড়ি ভাঙার ঘটনা ঘটে একটি হাতির হানায়। গোয়ালতোড় রেঞ্জ আধিকারিক চন্দন মন্ডল বলেন, "ওই হাতিটির হানায় এর আগেও গোয়ালতোড়ে বাড়ি ভাঙার ঘটনা ঘটেছিল। হাতিটি এখান থেকে সরে গিয়ে চাঁদড়া ও পিড়াকাটা এলাকাতেও বাড়ি ভেঙেছিল। ফের গোয়ালতোড়ে প্রবেশ করে তিনটি বাড়ি ভেঙে ফেলে"।হাতিটির বাড়ি ভাঙার নজির দেখে আগে থেকেই সতর্ক করা হয়েছিল মানুষকে। এর ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সবমিলিয়ে গোয়ালতোড় এলাকায় মোট ১৫ টি বাড়ি ভেঙেছে ওই হাতিটি। ওই একটি হাতির হানায় ৩৮ টি বাড়ি ভাঙার নজির পশ্চিম মেদিনীপুর জেলায়।

elephant

diguadnew