উঁচু রাস্তায় কষ্ট শাবকের! মা-বাবার সাহায্যে রাস্তা পার হাতির

মিষ্টি এই ভিডিও দেখুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-02 at 3.13.41 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: একেবারে মানুষের মতো হাতে ধরে শাবক হাতিকে রাস্তা পারাপার করাল তার বাবা-মা। এমনই দৃশ্য দেখা গেল খড়গপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কলাইকুন্ডার জঙ্গল থেকে পার্শ্ববর্তী এলাকার ধান জমিতে প্রবেশ করে হাতির দল। কিছুক্ষণ পর হাতি দেখার জন্য লোকজন জড়ো হয়। বেশ কিছুক্ষণ হাতির দলটি ধানজমির পাশে থাকা গাছপালা খেয়ে জঙ্গলে প্রবেশ করতে যায়। একটি শাবক হাতি উচু রাস্তায় উঠতে পারে না। ঠিক সেই সময় হাতিকে তার বাবা ও মা শুড় দিয়ে রাস্তায় তুলে দিল। একেবারে মানুষ যেমন তার সন্তানকে হাত ধরে রাস্তা পারাপার করে ঠিক সেই দৃশ্যই যেন পশুর মধ্যে দেখা গেল। এই দৃশ্য কার্যত অবাক করে দিয়েছে সকলকে। জঙ্গলের পশুরাও যে এতটাই তাদের সন্তানের প্রতি যত্নশীল তা এই ছবি দেখলেই বোঝা যায়। এটি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।

Screenshot 2025-09-02 150125