জাতীয় সড়কে হাতি! দাঁড়িয়ে পড়লো একের পর এক গাড়ি

মোহনপুর, নেকড়াবিন্দা, ছচমেটিয়া, জামুয়া সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বনদফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

author-image
Pallabi Sanyal
New Update
hati on rd

জাতীয় সড়কে হাতি

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম ব্লকের মোহনপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর দাপিয়ে বেড়াচ্ছে ৬০ থেকে ৭০ টি  দাঁতাল হাতি। যার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।রবিবার সাতসকালে বেশ কিছুক্ষণ হাতির দল মোহনপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর দাপিয়ে বেড়ায়। যার ফলে রাস্তার দুই ধারে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে যায় ।খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতরের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বনদফতরের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় হাতির দলটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। তবে শুধু ৬০ থেকে ৭০ টি হাতি নয় ,ওই এলাকায় আরো ৪০টি হাতি রয়েছে।যার ফলে মোহনপুর, নেকড়াবিন্দা, ছচমেটিয়া, জামুয়া সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বনদফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সেই সঙ্গে ওই এলাকায় থাকা জঙ্গল গুলিতে গ্রামবাসীদের যেতে  বারণ করা হয়েছে। এছাড়াও জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সতর্ক ভাবে যাতায়াত করতে নির্দেশ দেওয়া হয়েছে।