জঙ্গল থেকে বেরিয়ে সোজা বল পায়ে মাঠ কাঁপলো হাতি- কীর্তি দেখতে ভিড় মানুষের- রইল ভিডিও

বল পায়ে গোল রামলালের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-07-27 at 13.47.59 (1)

নিজস্ব সংবাদদাতা: জঙ্গল থেকে বেরিয়ে এবার সোজা ফুটবল মাঠে ঢুকে বল পায়ে কসরত দেখাতে শুরু করল হাতি। ঝাড়গ্রাম এর জিতুশোলে গজরাজের ফুটবল টুর্নামেন্ট। সেন্টার পয়েন্টে খেললো রামলাল নামক জনপ্রীয় হাতি। খেলা দেখার জন্যে ভিড় উৎসাহিত জনতার।

অবশ্য কারও ক্ষতি করেনি সে। এছাড়াও আজ লরি আটকে দাদাগিরিও দেখায় রামলাল। এদিন খাবারের খোঁজে রাস্তা আটকে দাঁড়ায় রামলাল। প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ থাকে ঝাড়গ্রাম লোধাশুলি রাজ্য সড়ক। তবে পরে রামলাল ফুটবল খেলা দেখিয়ে চমকে বিস্মিত করে দিয়েছে সকলকে।