New Update
/anm-bengali/media/media_files/2025/07/26/whatsapp-image-2025-07-25-at-165844-2025-07-26-00-05-52.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: হাতির হানায় মৃত্যু হয়েছে শালবনি ব্লকের সাত নম্বর সাতপাটি অঞ্চলের মালিদা গ্রামে। মৃত ব্যক্তির নাম হরেন রায়, বয়স ৬৫ বছর।
বৃহস্পতিবারই মারা গেছেন ওই ব্যক্তি। তারপর ওই রাত্রেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফরেস্ট দপ্তর খবর পেয়ে আসে পরিবারের সাথে দেখা করতে। দপ্তরের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক মৃত ব্যক্তির পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই রাতেই। উপস্থিত ছিলেন মাননীয় রেঞ্জার সাহেব শালবনি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মাননীয় সুব্রত সানি মহাশয় এবং ওই রেঞ্জের আন্ডারে বিট বাবু সাত নম্বর সাতপাটি অঞ্চলের প্রধান সাহেব মাননীয় পরিমল ধল মহাশয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/26/whatsapp-image-2025-07-25-at-165843-2025-07-26-00-03-47.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us