New Update
/anm-bengali/media/media_files/2025/05/04/XQdqBs8JMF1cMiYFDy6u.png)
নিজস্ব প্রতিনিধি: সাতসকালেই হাতির আক্রমনে মৃত্যু হলো এক ব্যাক্তির। রবিবার সকালে পুঞ্চা থানার পাড়ুই গ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এদিন সকালে এলাকায় একটি হাতি স্থানীয় মানুষজনের নজরে আসে। পরবর্তীতে খবর দেওয়া হয় বনদপ্তরে। তবে এরপরেই ওই এলাকার বাহাদুর মাহাতো নামে এক ব্যাক্তি হাতির হানায় গুরুতর আহত হন।
/anm-bengali/media/post_attachments/0b48ba53-e24.png)
পরবর্তীকালে তাকে উদ্ধার করে পুঞ্চা হাসপাতালে নিয়ে এলে তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। পরে মানবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাহাদুর বাবুকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে হাতিটি ওই এলাকায় এখনও রয়েছে বলে খবর বনদপ্তর সূত্রে। তবে হাতিটি কোথা থেকে এলো, এবিষয়ে স্পষ্ট ভাবে এখনও জানা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us