/anm-bengali/media/media_files/2025/07/24/whatsapp-image-2025-07-24-at-183554-2025-07-24-21-46-31.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে। শৌচকর্মে বেরোতেই বৃদ্ধকে শুঁড়ে তুলে আছাড় মারে এক হাতি। পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শালবনীর মালিদা এলাকায়। মৃত বৃদ্ধের নাম হরেন রায় (৬৫)।
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পিড়াকাটা ও চাঁদড়া এলাকার জঙ্গলে দলছুট কয়েকটি হাতি রয়েছে। এর আগে বহু বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে দলছুট হাতির হানায়। বুধবার রাতে একটি হাতি খাবারের খোঁজে মালিদা গ্রামে প্রবেশ করে। সেই সময় শৌচকর্মের জন্য বাড়ি থেকে বাইরে বের হন হরেন বাবু। তাঁকে নাগালে পেয়ে শুঁড়ে ধরে আছাড় মারে। স্থানীয় মানুষজন এবং পরিবারের লোকজন বুঝতে পেরে হাতিটিকে তাড়িয়ে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us