New Update
/anm-bengali/media/media_files/2025/08/06/whatsapp-image-2025-08-06-2025-08-06-17-13-17.jpeg)
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবার। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বাসা লাইনে মঙ্গলবার গভীর রাতে তিনটি হাতির একটি দল ব্যাপক তাণ্ডব চালায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার চারটি বাড়ি ভেঙে দেয় ওই হাতির দলটি। ক্ষতিগ্রস্ত ওই চারটি পরিবারের কারও ঘর ভেঙে চুরমার করে দেয়, আবার কারো ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা চাল, ডাল ও আটা খেয়ে সাবাড় করে দিয়েছে। প্রায় ঘন্টা খানেক তাণ্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/06/screenshot-2025-08-06-170236-2025-08-06-17-03-12.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us