New Update
/anm-bengali/media/media_files/KUbwWgbreeGN2rPrGppM.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়। মনোনয়ন পর্ব শেষ হয়েছে। ইতিমধ্যেই জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক, বিরোধী সমস্ত রাজনৈতিক দল। পাশাপাশি ভোট কর্মীদের প্রশিক্ষণ বা নির্বাচনের জন্য বুথগুলিকে পুরোপুরি প্রস্তুত করাসহ সমস্ত প্রস্তুতি সেরে নিচ্ছে কমিশন। এরই মাঝে এবার দেখা গেল কমিশনের নয়া উদ্যোগ। ভোট বৈতরণী পার করতে হাতিদের কাজে লাগানোর পরিকল্পনা নির্বাচন কমিশনের।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা মূলত জঙ্গল ও চা বাগান অধ্যুষিত। ফলে হাতির করিডোরে যে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে সেই জায়গাগুলিতে ভোট কর্মীদের নিরাপত্তা ও ভোটদান প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতেই কুনকি হাতি দিয়ে পেট্রোলিং করানোর কথা জানা গেছে। এর পাশাপাশি আবার আপত্কালীন অবস্থায় ভোট কর্মীদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দিতেও ব্যবহার করা যাবে কুনকি হাতিদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us