নিজস্ব সংবাদদাতা: সেফটি এবং সিকিউরিটি নিয়ে গ্রাহকদের সচেতন করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির লিমিটেডের পক্ষ থেকে পালিত হচ্ছে সিকিউরিটি উইক। এদিন মাদপুরে এই উপলক্ষে এক সচেতনতা মিছিলের আয়োজন করা হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি। তিনি বলেন, সেফটি এবং সিকিউরিটি সপ্তাহ পালন উপলক্ষে এই মিছিলের আয়োজন করা হয়েছে। বিদ্যুৎ পরিষেবায় কোনও বিঘ্ন ঘটলে গ্রাহকরা কি করবেন, কোনও দুর্ঘটনা বা প্রাণহানির মত ঘটনা যাতে না ঘটে তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই সচেতনতা মিছিলের আয়োজন করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/08/KT0a55szQNCK52q3uLnj.png)
অজিতবাবুর আবেদন, বিদ্যুতের লাইন থেকে কোনো হুকিং যেন কেউ না করেন। হুকিংয়ের জন্য অনেকে বিদ্যুতের খুঁটিতে ওঠেন। তাদের ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এইরকম কাজ কেউ করবেন না, বলে এদিন জানান পিংলার বিধায়ক।