/anm-bengali/media/media_files/2025/10/09/whatsapp-image-2025-10-09-2025-10-09-13-53-38.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভয়ঙ্করভাবে এলাকায় ঝুলছে বিদ্যুতের তার। কোথাও ধান ক্ষেত আবার কোথাও বাঁশ গাছের ওপরেও ঝুলছে সেই তার। ফলে যে কোনো মুহুর্তে বড় বিপদ ঘটতে পারে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করছে এলাকাবাসী। তাদের অভিযোগ, উদাসীন বিদ্যুৎ দফতর। পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস বিডিওর।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/১ গ্রাম পঞ্চায়েতের বাঁশদা ছাতিমতলা এলাকার ঘটনা। গত কয়েক মাস ধরে একই অবস্থায় ঝুলছে ওই এলাকার বিদ্যুতের তার। যে কোনো মুহুর্তে এলাকার বাচ্চা থেকে সাধারণ মানুষের হাত পড়তে পারে ওই তারে এতটাই নীচে ঝুলে রয়েছে সেটা। তাই এলাকার মানুষজন আতঙ্কিত অবস্থায় রয়েছে। এই বিষয়ে তাদের অভিযোগ উদাসীন বিদ্যুৎ দফতর। যদিও সুত্রের খবর বিষয়টি নিয়ে ভাবা হবে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন, "আমাদের কাছে এই মাত্র খবর এল। বালিচক এস এমের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিচ্ছি"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/09/whatsapp-image-2025-10-09-2025-10-09-13-54-01.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us