নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও র্যাফ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এছাড়াও ঢাকাসহ সারা বাংলাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুর বড় ঈদগাহ ও বাংলাদেশে অন্যান্য ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি ঈদগাহ ময়দানে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে। এর পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। যেকোন পরিস্থিতি মোকাবিলায় র্যাফ ও পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/06/06/jJkuRo6nCsT725b3XMna.jpeg)
বাংলাদেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করতেই র্যাফ ও পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।