ঝাড়গ্রামের বালি খাদানে সকাল থেকেই ইডি হানা

ঝাড়গ্রামে ফের ইডি হানা। সকাল থেকেই একাধিক জায়গায় পৌঁছালো কেন্দ্রীয় তদন্তকারী দল।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-16 at 9.27.47 AM

bali khadan

নিজস্ব সংবাদদাতা : আজ বৃহস্পতিবার সকাল থেকেই ফের তুমুল চাঞ্চল্য ঝাড়গ্রামে। আজ সকাল থেকেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে  কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি (ed)-র অভিযান শুরু হয়। প্রথমে গোপীবল্লভপুরে অরুণ সারাফের জিডি মাইনিং অফিসে হানা দেয় ইডি। এরপরে আরও দুই জায়গাতে অর্থাৎ গোপীবল্লভপুরের বালি খাদান ও লালগড়ের সিজুয়া খাদানেও অভিযান চালানো হয়।

digbijay da add

অভিযোগ, বৈধ অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল এই স্থানগুলিতে। আজ সকালে সৌরভ রায়ের সিজুয়া খাদানে সারি সারি লরি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে মালিকদের দেখা মেলেনি। ইতিমধ্যেই গোপাল নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি।


প্রসঙ্গত, এর আগেও ঝাড়গ্রামের এই বালি খাদানে ইডি অভিযান চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ফের সেই ঘটনাই আজ সকাল থেকে আলোড়ন তুলল সমগ্র জেলাজুড়ে।