সাইকেল মিস্ত্রি থেকে বালি ব্যবসায়ী, ইডি হানা দিতেই প্রকাশ্যে এলো সত্যি

১২ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-08 at 14.26.12 (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বালি পাচারের তদন্তে নামতেই বড় সাফল্য পেল ইডি। সোমবার সকাল থেকে শেখ জহিরুল আলির বাড়ি ও গাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)সেখান থেকে ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এখনও চলছে টাকা গোনার কাজ।

ইডি সূত্রে জানা গিয়েছে, সুবর্ণরেখা নদী থেকে বালি তুলে তা সরকারি নির্ধারিত দামের দ্বিগুণে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকা এবং ঝাড়খণ্ডে পাচার করত জহিরুল। কয়েক বছরের মধ্যেই তাঁর উত্থান নজরকাড়া। সাইকেল মিস্ত্রি থেকে ভিলেজ পুলিশ, আর তারপর রাতারাতি বালি ব্যবসায়ীএই যাত্রাপথেই ফুলেফেঁপে ওঠে তাঁর সম্পত্তি।

গোপীবল্লভপুরে গরিব মানুষের একচালার বাড়ির মাঝেই তিনতলা বিশাল বাড়ি বানান জহিরুল। চারপাশে সিসিটিভি ক্যামেরায় মোড়া ওই বাড়ি নিয়েই এলাকার জল্পনা তুঙ্গে। তবে স্থানীয়রা তাঁর বিরুদ্ধে মুখ খুলতে নারাজ। অনেকে সরাসরি বা পরোক্ষভাবে জহিরুলের ব্যবসার সঙ্গে যুক্ত বলেই ধারণা।

ইডির আধিকারিকরা বাড়ি থেকে নগদের পাশাপাশি নথি ও গাড়ির কাগজপত্রও খতিয়ে দেখছেন। প্রাথমিক অনুমান, আরও বিপুল সম্পত্তি ও লেনদেনের হদিশ মিলতে পারে এই তল্লাশিতে।