শাহজাহান শেখকে নিয়ে এই মুহূর্তের বড় খবর, চমকে গেল রাজ্য

বিস্ফোরক তথ্য দিল ইডি। চমকে গেলেন সকল রাজ্যবাসী।

author-image
SWETA MITRA
New Update
Shahjahan Sheikh

নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালিরঘটনায়দিনপার, কোথায় তৃণমূলেরশাহজাহানশেখ? উঠছে প্রশ্ন। এদিকে বিস্ফোরক অভিযোগ করেছে ইডি (ED)। এই কেন্দ্রীয় এজেন্সির মতে, পলাতক শাহজাহান শেখই ইডির আধিকারিকদের ওপর হামলা করিয়েছে। পুলিশকে চিঠি দিয়ে ইডি জানিয়েছে, 'গত শুক্রবার সকালে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হওয়ার ঠিক আগে শাহজাহান খানকে ফোন করা হয়। এরপর তল্লাশির কথা শুনেই ফোন কেটে দেন এবং টানা অন্য কলে ব্যস্ত হয়ে যান নেতা। আর এরপরেই এলাকায় বহু মানুষ জড়ো হতে শুরু করে দেয়।‘