৪৮ কোটি! কালো টাকা সাদা করেছেন অনুব্রত! ফাঁস করলো ED

আরও ফেঁসে গেলেন "বীরভূমের বাঘ" এবং দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ইডি তাঁর বিরুদ্ধে ৪৮ কোটি টাকা তছরুপের অভিযোগ এনেছে চার্জশিটে। এবার কী করবেন নেতা?

New Update
anubrata3

নিজস্ব সংবাদদাতা: গরু পাচার মামলায় (Cow Smuggling) ইডি (ED) সম্প্রতি তৃণমূল নেতা (TMC Leader) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) দাখিল করেছে। অভিযোগপত্রে ৪৮ কোটি টাকা কারচুপির (Money Londering) অভিযোগ এনেছে সংস্থা। এর পাশাপাশি লটারির টিকিটের নামে কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে তাতে। একাধিক লটারি পুরস্কার জেতা আসলে গরু পাচারের কালো টাকা পাচারের একটি ছক ছিল বলে দাবি ইডির। অনুব্রত মন্ডল এবং  সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) ১০-১২ বার লটারি জেতেন। 

ad.jpg