৭৭ কোটির সম্পত্তি অনুব্রতর! চাকরের নামে ৮ কোটি, ধোপার নামে অ্যাকাউন্ট

গরু পাচার মামলায় বেজায় ফেঁসেছেন অনুব্রত মণ্ডল। শুধু তিনি নন পাশাপাশি জড়িয়েছেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। দুজনেই এই মুহূর্তে রয়েছেন জেলে। এদিকে ইডি চার্জশিটে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করেছে।

New Update
anubrata.jpg

নিজস্ব সংবাদদাতা: বাড়ির পরিচারক বিদ্যুত্‍বরণ গায়েনের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খুলেছেন 'বীরভূমের বাঘ'। তাঁর নমিনিতে রেখেছেন বাড়ির মালিক অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal)। কর্মী বিদ্যুতের নামে কেনা হয়েছে ৭ কোটি ৭১ লক্ষ টাকার জমি। এই কর্মীর আবার মাসে ১৫ হাজার টাকা বেতন পায়। অ্যাকাউন্ট রয়েছে সবজি বিক্রেতা ও ধোপা বিজয় রজকের নামেও। বোলপুরের বিভিন্ন তৃণমূল নেতা-কর্মীদের নামে বেনামি অ্যাকাউন্ট খুলেছিলেন অনুব্রত যেখানে নাকি আবার জমা হতো গরু পাচারের টাকা। সুপ্রিম কোর্টে (Supreme Court) পেশ করা ইডির (ED) চার্জশিটে (Chargesheet) এমনই কিছু দাবি করা হয়েছে। আর এই পথেই বিপুল সম্পদের মালিক হয়েছেন অনুব্রত।