New Update
/anm-bengali/media/media_files/2025/09/08/whatsapp-image-2025-09-08-2025-09-08-17-26-14.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর শহরের যমুনাবালী এলাকায় এক বালি ব্যবসায়ীর বাড়িতে সোমবার সকালে অতর্কিতে হানা ইডি আধিকারিকদের। সকালে এলাকার লোকজনকে চমকে বেশ কয়েকটি গাড়ি ঢুকে পড়ে। এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।
জানা গিয়েছে, সৌরভ রায় আদপে লালগড় এলাকার বাসিন্দা। বর্তমানে মেদিনীপুর শহরে একটি বিশাল বিলাস বহুল বাড়ি তৈরি করে রয়েছে শহরের যমুনাবালি এলাকায়। সে প্রোমোটার বলেই এলাকায় পরিচিত। সেই সাথেই ঝাড়গ্রাম জেলার দুটি স্থানে দুটি বালি খাদানের সঙ্গেও নাকি সে জড়িত ছিল বলে জানা গিয়েছে। সেই বালির ব্যবসা সম্পর্কিত কোনও কিছুর খোঁজে ইডি আধিকারিকরা অভিযান চালায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/08/whatsapp-image-2025-09-08-2025-09-08-17-26-35.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us