নির্বাচন কমিশনের কড়া নজর সীমান্ত এলাকায় ! ভোটার তালিকা পরিদর্শনের জন্য রাজ্যে এল ECI-এর উচ্চ-পর্যায়ের দল

কেন নজর সীমান্ত এলাকায় ?

author-image
Debjit Biswas
New Update
Eci

নিজস্ব সংবাদদাতা : আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ সফরে এল নির্বাচন কমিশনের (ECI) এক উচ্চ-পর্যায়ের দল। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ পরিদর্শন করাই এই সফরের প্রধান উদ্দেশ্য।

voter list application

বুধবার সকালেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানাতে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হন। সূত্রের খবর, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. জোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়ালের নেতৃত্বে গঠিত এই বিশেষ দলটি উত্তরবঙ্গের জেলাগুলিতে জোর দেবে। প্রধানত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি-এর মতো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে 'স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR)' প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখা হবে।