Big News: নির্বাচন কমিশন, রাজ্যের বিভিন্ন জেলায় ডিএম এবং এসপি অফিসারদের বদলি!

খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। তার আগেই দেশের বিভিন্ন জায়গায় ডিএম এবং এসপি অফিসারদের বদলির আদেশ জারি করেছে নির্বাচন কমিশন।

author-image
Probha Rani Das
New Update
bre

নিজস্ব সংবাদদাতাঃভারতের নির্বাচন কমিশন (ইসিআই) গুজরাট, পাঞ্জাব, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এই চারটি রাজ্যে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) এবং পুলিশ সুপার (এসপি) পদে নেতৃত্বের পদে নিযুক্ত নন-ক্যাডার অফিসারদের বদলির আদেশ জারি করেছে। জেলার ডিএম এবং এসপি পদ যথাক্রমে ভারতীয় প্রশাসনিক ও ভারতীয় পুলিশ পরিষেবার কর্মকর্তাদের জন্য।

বদলি হওয়া অফিসাররা হলেন গুজরাটের ছোট উদয়পুর এবং আহমেদাবাদ গ্রামীণ জেলার এসপি। পঞ্জাবের পাঠানকোট, ফাজিলকা, জলন্ধর গ্রামীণ ও মালেরকোটলা জেলার এসএসপি। ঢেঙ্কানলের জেলাশাসক এবং ওড়িশার দেওগড় ও কটক গ্রামীণ পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার জেলাশাসক। পাশাপাশি, নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে আত্মীয়তা বা পারিবারিক সম্পর্কের কথা মাথায় রেখে পাঞ্জাবের ভাতিন্ডা ও অসমের সোনিতপুরের এসএসপি বদলির নির্দেশ দিয়েছে কমিশন। 

Add 1

স্ব

স

স