New Update
/anm-bengali/media/post_banners/c3Itpi67KYtAfvbATTlZ.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ এলাকায় রটে গিয়েছে এক ব্যক্তিকে ডাইনিতে খেয়ে নিয়েছে। যার ফলেই তার মৃত্যু হয়েছে। এই গুজব ছড়াতেই ময়দানে নামলো পুলিশ। এলাকাবাসীদের জড়ো করে বার্তা দেওয়া হলো যে, ' ডাইনি বলে কিছু নেই, সচেতন হোন, গুজবে কান দেবেন না। '
সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কুমারসান্ডা এলাকায় প্রদীপ শিং নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছিল কদিন আগেই। সেই মৃত্যু ঘিরে এলাকায় গুজব রটে যায়। বলা হয় যে, ওই ব্যক্তিকে ডাইনি খেয়েছে। সেই নিয়েই গুঞ্জন শুরু হয়।
এই খবর ডেবরা থানায় আসতেই ময়দানে নামে পুলিশ ও গ্রাম পঞ্চায়েত। এলাকার প্রত্যেকটি বাড়ির লোকজনকে নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
/anm-bengali/media/media_files/2024/10/24/j6OD8rQPX1yjCB3RGIlh.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us