New Update
/anm-bengali/media/media_files/2024/10/24/f6VmtsyiKr9Up1bJEiVK.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২৭ এপ্রিল রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বড় ব্যবস্থা নিল পূ্র্ব রেল। রবিবার নিত্যদিনের তুলনায় কম ট্রেন চলাচল করে। তবে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এদিন বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সপ্তাহের অন্য দিনের মতোই লোকাল ট্রেন চালানো হবে হাওড়া ও শিয়ালদা বিভাগে। শনিবার পূর্বরেলের তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
/anm-bengali/media/media_files/UbevNuI2fTv6FgUvLlId.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us