/anm-bengali/media/media_files/2025/05/24/xGfcWe3twnyYeA8HikJP.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ই-টেন্ডার বাতিল নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামের জাম্বনী ব্লকের কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ উপপ্রধান। গত মার্চ মাসে কাপগাড়ি পঞ্চায়েতের বেনাশুলি, আলামপুর, পশ্চিম পূর্ণপানি এবং যুগিবাঁধ মৌজা-য় মোট চারটি পৃথক কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। তবে পরবর্তীতে সেগুলি হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়।
উপপ্রধানের অভিযোগ, পঞ্চায়েত প্রধানের পছন্দের ঠিকাদাররা টেন্ডার না পাওয়ায় পরিকল্পিতভাবে সেগুলি বাতিল করা হয়েছে। তাঁর দাবি, প্রধান নিয়মিত পঞ্চায়েত অফিসে আসেন না, এলাকার কাজেও তাঁর তেমন নজর নেই বললেই চলে।
/anm-bengali/media/post_attachments/5f2001af-f9e.png)
এদিকে, প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনও সাড়া দেননি। এই বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান উপপ্রধান। এখন দেখার পালা, প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এই অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us