প্রকাশ্যে গণভোটের ফল! কত জন চান বিধায়ক পার্থকে?

বেহালা পশ্চিমের বিধায়কের ঠিকনা বর্তমানে আলিপুর সংশোধনাগার। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে তাকে। কিন্তু কী হবে বিধায়ক পদের?

author-image
Pallabi Sanyal
New Update
partha

নিজস্ব সংবাদদাতা : ডিওয়াইএফআইয়ের গণভোটের ফল প্রকাশ্যে। মোট ভোট পড়েছে  ৪৬১টি। বাতিল হয়েছে ৫টি ভোট। মোট ভোটের ৯৩ শতাংশই বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের বিপক্ষে। পক্ষে রয়েছে মাত্র সাড়ে ৬ শতাংশ ভোট। 

প্রসঙ্গত, বেহালা পশ্চিমের বিধায়কের ঠিকনা বর্তমানে আলিপুর সংশোধনাগার। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে তাকে। তিনি যতই দলের পাশে রয়েছেন বলে মন্তব্য করুন না কেন, দুর্নীতিতে নাম জড়ানোর পর তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। কিন্তু কী হবে বিধায়ক পদের?  বেহালা পশ্চিমের বিধায়ক জেলে বন্দি থাকায়  থমকে এলাকার উন্নয়ন। বিকল্প ব্যবস্থাই বা কি তা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন উঠে রয়েছে। এবার তৃণমূলের স্টাইলেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গণভোটের আয়োজন করল ডিওয়াইএফআই। ফলাফল বলছে বেহালা পশ্চিমের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে পার্থর থেকে। এরপর পার্থর বিধায়ক পদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয় কি না সেটাই এখন দেখার।