New Update
/anm-bengali/media/media_files/xqetzslbCVQYnAo5LuiM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বসিরহাটে DYFI -এর কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড। বসিরহাটে এসপির অফিস গেরাও করেছে DYFI -এর কর্মীরা। সেখানে পুলিশের সঙ্গেDYFI এর ব্যপক ধস্তাধস্তি হয়েছে এবং ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেছে। মীনাক্ষীর সঙ্গে পুলিশের তুমুল তর্কাতর্কি হয়। ব্যারিকেডের ওপর উঠে পড়েছে DYFI -এর কর্মীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us